চুকনগর বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দোকানকে জরিমানা

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃখুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ ও রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তী।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর ও অগোছালো পরিবেশে মিষ্টি তৈরি করা হয়, যা ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজেও কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিহ্ন পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা পুলিশ ক্যাম্পের আইসি এস আই ইব্রাহিম হোসেন, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও নাজির কিরণ বালা।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করেছেন, শুধু এই দুই দোকানে নয়, চুকনগর বাজারের অন্যান্য হোটেল ও মিষ্টান্নের দোকানেও একই অব্যবস্থা বিরাজ করছে। তাই পুরো বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের প্রয়োজন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তী বলেন, এই ধরনের লঙ্ঘন ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। মালিকদের সতর্ক করা হয়েছে এবং পুনরায় লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam