তিন দফা দাবিতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে আজ বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, 

প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে বের হয়ে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব, হেলাল আহমেদ প্রমুখ।

পাবনা প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam