ফেনী সোনাগাজীর চরচান্দিয়ায় যুবদল নেতার সেচ্ছাশ্রমে ও নিজ অর্থায়নে সড়ক সংস্কার

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়ায় যুবদল নেতা সাব্বির রায়হান তারেকের সেচ্ছাশ্রমে ও নিজ অর্থায়নে ওলামা বাজার থেকে জমাদার বাজার পর্যন্ত সড়ক সংস্কার করা হয়েছে। খোয়া, ইটের আদলা বালি দিয়ে উক্ত সড়কটি সংস্কার করে দেন তারেক। তার এ প্রশংশনীয় উদ্যেগে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘ দিন যাবৎ সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল চরম দূর্ভোগের শিকার হতে হয়েছে। বর্ষার পানি আর কাদায় গর্তে পড়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। মানুষের কষ্টের বিষয়টি তারেকের নজরে এলে সেচ্ছা শ্রমে ও  নিজের ব্যক্তিগত অর্থে  ঝাঁপিয়ে পড়েন তারেক। সড়কটি সংস্কার করে দেওয়ায় তারককে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা বিএনপি নেতা নজরুল ইসলাম মামুন বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে যুবদল নেতা তারেক সেচ্ছাশ্রমে ও  নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে দিয়ে এলাকাবাসীর উপকার করেছেন। উপকারভোগী এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তার পিতা মরহুম গিয়াস উদ্দিন আমৃত্যু সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। দুই বারের চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার দাদাও ওই ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বিএনপি রাজনীতি তথা চরচান্দিয়া ইউনিয়ন বাসীর জন্য তাদের পরিবারের অবদান কোনভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। 

মরহম গিয়াস উদ্দিন চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে তারেক যে সাহসিকতার সঙ্গে রাজনীতির পাশাপাশি জনহিতকর কাজ করে যাচ্ছেন, চরচান্দিয়া ইউনিয়নবাসী তথা বিএনপি পরিবার তাদেরকে সেভাবে আজীবন মনে রাখবে। বর্তমানে তারুণ্যের জয়জয়কার চলছে। তারকের মত তরুণরা জনকল্যাণ আর সুষ্ঠু ধারার রাজনীতিতে এগিয়ে এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ে উঠতে বেশি সময় লাগবেনা।

সাব্বির রায়হান তারেক বলেন, এলাকাবসীর দুর্ভোগ আমার কোমল মনে আঘাত করেছে। স্থানীয়দের কষ্ট দূর করতে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারে এগিয়ে যাই। সরকারের উন্নয়ন তথা সংস্কারের দিকে তাকিয়ে থাকলে ওই সড়কে যান চলাচল সহসাই বন্ধ হয়ে যেত। সবার দোয়ায় আমি রাজনীতি ও সমাজ সেবার এগিয়ে যেতে চাই। বিএনপি একটি গণমানুষের দল। আমি সেই দলের একজন কর্মী হিসেবে আমার পিতা, পিতামহ তথা বিএনপি পরিবারের সদস্যদের রেখে যাওয়া স্বপ্নাে বাস্তবে রূপ দিতে কাজ করছি। সামনের সফলতার শক্তি হচ্ছেন মহান আল্লাহ। তিনি যেন আমাকে শক্তি ও সাহস দিয়ে এগিয়ে নেন, সে দোয়াটুকু আমি সবার কাছে চাইবো। আমার পারিবারিক শিক্ষা থেকে মানব সেবাকে আমি ব্রতি হিসেবে বেঁছে নিয়েছি। মানব সেবার মাধ্যমে আমার পিতা ও দাদার আত্মাকে শান্তি দিতে চাই  । 

ফেনী প্রতিনিধি : ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam