ইবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে জুনাইদুল-সাকিব

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনাইদুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সারোয়ার হোসেন সাকিব দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে এক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ সময় পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম (শফিক), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা এবং বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, ‘সায়েন্স ক্লাবের নেতৃত্ব পাওয়া আমার জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। সম্প্রতি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাব হিসেবে সরকারি নিবন্ধন পেয়েছি, এটি আমাদের জন্য বড় অর্জন। আগামী দিনে বিজ্ঞান মেলা, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ করতে চাই। একই সাথে কার্যক্রমকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে আমাদের।’

সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন, ‘সায়েন্স ক্লাবের নেতৃত্ব পাওয়া আমার জন্য গর্ব ও বড় দায়িত্ব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাব হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের ঐতিহাসিক অর্জন। ভবিষ্যতে বিজ্ঞান ফেস্ট, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে যুক্ত করতে চাই। একই সাথে আমাদের কার্যক্রমকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যও রয়েছে।’

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সূচনালগ্ন থেকেই বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠন ও বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞানের প্রসার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ক্লাবটি দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চার প্রসারে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও আগ্রহ উদ্দীপিত করতে জাতীয় বিজ্ঞান মেলা, বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে। এছাড়া ক্লাবের নিজস্ব গবেষণা টিম রয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণায় নিয়মিত অংশগ্রহণ করে।

ইবি প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam