সিক্স রেড মুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান গুলশান ক্লাব গর্বের সঙ্গে আয়োজন করছে সিক্স রেড মুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫। আধুনিক সুবিধা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে গুলশান ক্লাবের দীর্ঘদিনের সাফল্যের ধারা এ আয়োজনকে আরও সুদৃঢ় করছে।
এবারের টুর্নামেন্টে দেশের ২১টি ক্লাবের মোট ১১৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন, যা গুলশান ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত এই ইভেন্টের ব্যাপকতা ও জনপ্রিয়তাকে প্রতিফলিত করে। এই উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৩:৩০ মিনিটে গুলশান ক্লাবের ‘ল্যাম্বডা হল’-এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এম. এ. কাদের (অনু) প্রেসিডেন্ট, গুলশান ক্লাব লিমিটেড
জনাব আজিজ আল মাসুদ ব্যবস্থাপনা পরিচালক, পার্টেক্স গ্রুপ ও সহ-সভাপতি, বিবিএসএফ
জনাব তাজবীর সালেহিন সহ-সভাপতি, বিলিয়ার্ডস ও সুকার ফেডারেশন,সুলতান মঈন আহমেদ রবিন টুর্নামেন্ট ডিরেক্টর ও যুগ্ম-সাধারণ সম্পাদক, বিবিএসএফ মেহাদি হাসান ডিরেক্টর (এডমিন), গুলশান ক্লাব লিমিটেড,মেহেদি মালেক সাজিব ডিরেক্টর (স্পোর্টস), গুলশান ক্লাব লিমিটেড,ইঞ্জি. মো. মেহেদি হাসান ডিরেক্টর (মেইনটেন্যান্স), গুলশান ক্লাব লিমিটেড।
সিক্স রেড মুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর মাধ্যমে গুলশান ক্লাব আবারও ক্রীড়া উৎকর্ষ, আতিথেয়তা এবং কমিউনিটি সম্পৃক্ততায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। ক্লাব প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসুলভ মনোভাবকে উৎসাহিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা আন্তরিকভাবে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দকে তাঁদের উদার পৃষ্ঠপোষকতা এবং দেশের খেলাধুলার উন্নয়নে ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
সিক্স রেড সুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫ গুলশান ক্লাবের ক্রীড়া উৎকর্ষের প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam