
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম এর ১ যুগ পূর্তি উপলক্ষে সংগঠনটি আয়োজিত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা ও সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয় গাজী টেলিভিশন জিটিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) কে।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ পুরষ্কার তুলেদেন সংগঠনের নেতৃবৃন্দরাসহ দেশবিদেশেট আমন্ত্রিত অতিথিরা।
এছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, উদ্যোক্তা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মোট কয়েকটি ক্যাটাগরিতে এ বছর এই সম্মাননা প্রদান করা হয়।
এ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম নির্বাহী পরিচালক এম. এইচ আরমান চৌধুরী, পরিচালক আর কে রিপন,নেপাল,ভারতসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক II ডব্লিউ জি নিউজ