নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় নারী সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিন (৩৮) অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে সর্বমোট ২৯ লাখ ৭০ হাজার টাকা হারান। এ ঘটনায় তিনি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পুলিশ কিশোরগঞ্জ থানার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ জুই আক্তার (২৪), স্বামী— মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই আক্তার স্বীকার করেন, কানাডার ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তিনি ও তার সহযোগীরা বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

নীলফামারী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam