নতুন পাকা সড়ক নিমার্ণের ১ মাসের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪কিঃমিঃ পাকা সড়কের অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার তিওরকুড়ি থেকে দেলুয়াবাড়ি পর্যন্ত ৪ কিঃমিঃ দীর্ঘ নতুন গ্রামীণ সড়কের পিচ কার্পেটিং ০১ মাসের মধ্যে উঠে যাচ্ছে। স্থানীয়দের দাবি কারে বলেছেন দুর্নীতি ও নি¤œ মানের উপকরণ দিয়ে কাজ করার কারনেই টিকসই সড়ক নিমার্ণ হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। এই কাজে খরচ হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৮৯৬ টাকা। নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স, যা গত ২৫ ফেব্রুয়ারিতে শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

দেলুয়াবাড়ি ও তিওরকুড়ি এলাকার স্থানীয়রা বলেন, পরিমাণমতো উপকরণ ব্যবহার না হওয়ায় সড়কের পিচ উঠে যাচ্ছে। সড়কের কার্যাদেশমূল্য্য ২ কোটি ৬৫ লাখ হলেও পরে তা বাড়িয়ে খরচ দেখানো হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ঢালাইয়ের আগে মাটি ঠিকমতো রোলিং করা হয়নি। গড়িমশি করে কাজ করেছে ঠিকাদার। তাছাড়া তদারকিতে এলজিইডির কর্মকর্তাও আসেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ঠিকাদার জানিয়েছেন, “পিচ কার্পেটিং হাত বা পা দিলে উঠে যাচ্ছে, কারণ অ্যাসফল্ট ঠিকমতো ব্যবহার করা হয়নি। নিম্নমানের উপকরণ ব্যবহার এবং পাথর-বালু-বিটুমিনের অনুপাতে ত্রুটি থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে। অভিযোগের বিষয়ে মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এর প্রতিনিধি ওয়াসিম হোসেন সড়কের বিষয়ে মতামত প্রকাশে সম্মতি প্রকাশ করেননি।

এই বিষয়ে এলজিইডির দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ গনমধ্যমকে বলেন, সড়কটি পরিপূর্ন নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ সঠিক নয়। রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সড়কের পিচ কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলীকে সড়ক পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে পুনঃনির্মাণের নির্দেশ দেওয়া হবে।

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam