৫শ শিক্ষার্থীকে বৃত্তি দিলো আলোকিত ফেনী ফাউন্ডেশন

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

আলোকিত ফেনী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের শিল্পকলা একাডেমীতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ৫শ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো: বাতেন ও সাংবাদিক ফজলুল হক রানা।

মূখ্য আলোচক ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি দৈনিক নয়া দিগন্ত সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন।

আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামু-নুর রশিদ, মাবিয়া-নজির ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, অভিভাবক আ.জ.ম সালেহ অর্পণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সৈকত।

দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫শ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; ২০১০ সাল থেকে শিশুদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা প্রতি বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

ফেনী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam