শহিদ ফারহানের মতো শহিদের স্মরণ করে দেশটাকে নতুন করে গড়ব-সমাজকল্যাণ উপদেষ্টা

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের মতো যারা জীবন দিয়েছে তাঁদের সবাইকে স্মরণ করি, তাঁরা আছে আমাদের অন্তরে, মনের গভীরে চিরস্থায়ী হয়ে। ফারহান ফাইয়াজের মতো এ দেশের সকল বাচ্চাকে স্মরণ করে অন্তরে জায়গা দিয়ে আমাদের দেশটাকে নতুন করে গড়ব।
আজ ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত শহিদ ফারহান ফাইয়াজের ১৮তম জন্মদিন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।


শারমীন এস মুরশিদ বলেন, বাবা-মায়ের মনে সন্তান হারানোর যে কষ্ট ও বেদনা রয়েছে তা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তিনি বলেন, আজকের এই সুন্দর বিকেলে বাচ্চাদের খেলাধুলার ও দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ করা এটাই হচ্ছে ফারহানকে অন্তরে ধারণ করা।
উপদেষ্টা খেলায় অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা ফারহানের স্মরণে যে চমৎকার ফুটবল খেলা দেখিয়েছে সে জন্য তাদেরকে অভিনন্দন। তিনি আরো বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তোমরা যারা খেলাধুলা শিখছো, আশাকরি তোমরা এমন খেলোয়াড় হয়ে উঠবে যেন পৃথিবীর প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারো। অলিম্পিকের মতো জায়গায় যেন পৌঁছাতে পারো সেটার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শহিদ ফারহান ফাইয়াজের পিতা মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাতা ফারহানা দিবা বক্তৃতা করেন। এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা প্রীতি ফুটবল প্রতিযোগীদের চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি এবং প্রতিযোগী সকল ফুটবল খেলোয়ারকে পদক পরিয়ে দেন। শেষে তিনি শহিদ ফারহান ফাইয়াজের ১৮তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলে অংশ নেন এবং জন্মদিনের কেক কাটেন।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam