
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ পাবনায় এসে পৌঁছেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের কাচারি পাড়া এলাকায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ পৌঁছায়। মৃত্যুর পর ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৌমিতা মৃত্যু হয়।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তার মরদেহ এক নজর দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভীর করছে। মরদেহ দেখতে আসা আফরোজা আখতার নামের একজন বলেন, ছোটবেলা থেকেই ওনি অত্যন্ত মেধাবী ছিলেন।
নম্র ভদ্র ছিল। কারও সঙ্গে কোনদিন খারাপ আচরণ করেননি। বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
পাবনা প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ