ফেনীতে জামায়াতে ইসলামীর ৮ জন কর্মীকে মহিপালে হত্যাচেষ্টার মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

ফেনীর মহিপালে একটি হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ জন কর্মীসহ নিরপরাধ সাধারণ মানুষকে জড়ানোর প্রতিবাদে ছাগলনাইয়ায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইসলামি ছাত্র শিবির ফেনী জেলার সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক, আগামী ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী মুজিবুর রহমান মুজিব। 

ফেনী জেলা জামাতে ইসলামীর কৃষি ও অর্থনীতি  বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান জানান, গত ১৭ আগস্ট ২০২৫ ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী মোহাম্মদ জামাল উদ্দিন গাজী। সে ফেনীর ছাগলনীয় উপজেলার  পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র।

সাংবাদিকদের মাধ্যমে ফেনীর জেলা পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করে তিনি  বলেন, গত ৪ আগস্ট ২০২৪  শ্রেণীর মহিপাল এ নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা কোন মানুষ মেনে নিতে পারেনা। জামাতে ইসলামীও তা মেনে নেওয়ার প্রশ্নই উঠে না। 

কিন্তু  সিআর মামলা ১৩৯২/২৫ এর বাদী মামলাটি তিনি কোর্টে করেছেন। উক্ত মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন রোকন ও সাতজন কর্মীকে আসামি করা হয়েছে। 

মামলার শিকার হয়েছে, শুভপুর জামায়াতে ইসলামী রোকন মকসুদ আহমেদ মুন্না, শিলুয়া জামায়াতের কর্মী মোঃ হানিফ, পশ্চিম পাঠাননগর জামায়াত কর্মী মোঃ রাব্বি, নুর উদ্দিন, শুভপুর জামায়াতের কর্মী আবুল হোসেন প্রকাশ মনির, ওসমান গণি রানা, হরিপুর জামায়াতে ইসলামীর শুভাকাঙ্ক্ষী নজরুল ইসলাম হেলালী। 

এছাড়াও আমাদের নিকট অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ এসে অভিযোগ করে বলছেন তারাও এ মামলার শিকার হয়েছে। যাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে এদের অনেক জনকেই আমরা চিনি। যাদের সাথে মহিপালে হত্যাকাণ্ডের দুরতম  সম্পর্ক নেই। অর্থাৎ ঘটনার সাথে মামলার আসামিদের অনেকের সম্পৃক্ততা নেই। মহিপালের হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে জামায়াতে ইসলামীর আটজন সহ নিরপরাধ সাধারণ মানুষকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য উদাত্ত আহবান জানান জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

ফেনী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam