
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ফেনী জেলা প্রশাসকমোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেঃ কর্ণেল ফাইম,জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,ফেনী পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতে সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, ফেনী রিপোর্টাসর্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা হিন্দু, বৈধ্য, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ,সহ সভাপতি মাস্টার হারাধন দেব নাথ, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য এডভোকেট পার্থ পাল, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল হক মিলন সহজেলা প্রশাসনে উর্ধতন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমূখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-সফল ভাবে উৎযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুুতি গ্রহন করা হয়েছে।
ফেনী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ