ভারতে পাচারকালে ফেনী সীমান্তে ফলজ ও কৃষি বীজ জব্দ 

ফেনী, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫,

ছবি : সংগৃহিত,

ভারতে পাচারকালে ফেনী সীমান্তে ফলজ ও কৃষি বীজ জব্দ করেছে বিজিবি। বুধবার বিকালে ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের খেজুরিয়া বিওপির একটি বিশেষ টহল দল ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর নামক এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২১৮১/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ আমদানীকৃত ফলজ ও কৃষি বীজ ভারতে পাচারকালে জব্দ করা হয়। জব্দকৃত বীজের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৪ হাজার ৯শ টাকা। বীজগুলো কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন প্রেস বিজপ্তির মাধ্যমে রাতে জানান, দেশীয় মুদ্রা খরচ করে আমদানী করা এ সকল বীজ পাচার হলে একদিকে দেশি কৃষি ক্ষতিগ্রস্ত হবে, দেশীয় রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam