পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পাবনা জেলা শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত 

কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়ষন্ত্রের প্রেক্ষিতে  ০৭ (সাত) দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন, 

পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী, কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী মোছাঃ সুমাইয়া ইসলাম প্রমুখ।

 সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস 

এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলে প্রায় ০২ (দুই) হাজার মানুষের সমাগম হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

পাবনা প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam