গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যেগ নিয়েছে সরকার 

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যেগ নিয়েছে সরকার সরকার, স্থানীয় পর্যায়ে সাধারণ বিরোধ মিমাংসা ও গ্রাম পর্যায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ বিষয় নিয়ে মানুষের হয়রানি বন্ধ করতে এ উদ্যেগ নেওয়া হয়েছে  বলে মন্তব্য করেছেন ফেনীর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। 

আজ ১০সেপ্টেম্বর সকালে ফেনীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতায় তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, গ্রামের সাধারণ সমস্যা নিয়ে অনেকে আদালতের দারস্থ হয়ে দীর্ঘ বছর হয়রানি হতে হয়। এ হয়রানি থেকে রেহাই পেতে সরকার গ্রাম আদালতকে সক্রিয় পক্রিয়া শুরু করে এবং ইতিমধ্যে এর সুফল পাচ্ছে প্রান্তিক মানুষ, আগামীতে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন সামাজিক মাধ্যমে, এনজি প্রতিনিধি, গণমাধ্যম প্রচার প্রচারণা করে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি হলে এর সুফল জনগণের ভোগান্তি কমে আসবে এজন্য জনসম্পৃক্ত সকলকে এগিয়ে আসতে হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে, স্কুল কলেজ মাদরাসা, মসজিদে, মন্দিরের মাধ্যমে ব্যপক আকারে প্রচারণা চালানো হলে সরকারের মূল লক্ষ্য সাদিত হবে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মঞ্চুর আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি  সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আল আমিন,ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক নাজমুল সাকিব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি ওমর ফারুক, ইফসা জেলা ম্যানেজার মো: মহিবুল হক,আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান,রেনেসাঁসার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী প্রতিনিধি   :

Recommended For You

About the Author: Shafiul Islam