ডাকসু ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার।

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঐ বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam