তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজনকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার :

ছবি – সংগৃহীত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য। এছাড়া সে কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি এবং মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও নয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam