আওয়ামীলীগ দেখলেই পে/টা/য়-যুবদলকর্মী বিল্পব সরদার!

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার :

ছবি – সংগৃহীত

বিএনপির ২০২৩ সালের কেন্দ্রীয় এক কর্মসূচি পালনের সময় নাটোরের নলডাঙ্গার মাধনগরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হোন যুবদলকর্মী বিল্পব সরদারসহ উপজেলা ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা।

গত বছরের ৫ আগষ্টের পট পরির্বতনের পর এখন আওয়ামীলীগের নেতা-কর্মীদের দেখলেই পেটায় সেই বিল্পব সরদার। এমনই পেটানোর অভিযোগ উঠেছে-যুবদলকর্মী বিল্পব সরদার ও তার লোকজনের বিরুদ্ধে।

সম্প্রতি নলডাঙ্গা উপজেলার মাধনগর বাজারে,নলডাঙ্গার আওয়ামীলীগ নেতা ও মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবজাল হোসেন মৃধা,মাধনগর ইউ,পি আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আরিন্দাকে পিটিয়ে আহত করে মাধনগর যুবদলের কর্মী বিল্পব সরদার ও তার লোকজন বলে অভিযোগ উঠেছে।

মাধনগর ইউ,পি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবজাল হোসেন মৃধা বলেন,দুপুরে আমি বাজারে গেলে,যুবদলকর্মী বিল্পব সরদার আমার উপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।
মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আরিন্দা বলেন,আমি বাজারে প্রবেশ করতেই,বিল্পব সরদার ও তার লোকজন আমার উপর হামলা চালায়।

তবে আওয়ামীলীগ নেতাদের পেটানোর বিষয়টি অস্বীকার করে যুবদলকর্মী বিল্পব সরদার বলেন,এ ব্যাপারে কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফ্যাসিস আওয়ামীলীগ সরকার পতনের পরও এই আবজাল মৃধাসহ আওয়ামীলীগের নেতারা বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত বাজারে গালিগালাজ করে ও আওয়ামীলীগ নিয়ে মিটিং করে। সে বাজারে প্রবেশ করে বিএনপি নেতা দুলু ভাইসহ বিএনপিকে অকথ্য ভাষা গালিগালাজ করে। সেজন্য স্থানীয়রা তার উপর চড়াও হয় বলে শুনেছি।

বিল্পব সরদার আরও বলেন,আবজাল মৃধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির শান্তি সমাবেশে হামলা চালায়,সেই হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড.সাখাওয়াত হোসেন,আমাদের বহু নেতাকর্মী ও আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতাকর্মীরা নির্মমভাবে হামলা চালায় তারা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর প্রতিনিধিঃডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam