
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার :

ছবি – সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (৪ সেপ্টম্বর) উপজেলা আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান হাবিব।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ সংবাদ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী শহর এলকায় পুরতান বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা,
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, “বিএনপি এই দেশের জনগণের দল, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সদ্য কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন চেয়ারম্যান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার,
সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ সুল মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমাল হোসেন ডাবলু,
ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইমরুল কায়েস সুমন, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পী,
ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, পাবনা জেলা ছাত্র দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন,
ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ছাত্রনেতা ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা এবং সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ