জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নেত্রী রহিমা রেজাকে বহিষ্কার

৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার :

ছবি – সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে বহিষ্কার করা হয়েছে।(১ সেপ্টেম্বর) সোমবার চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপনি রহিমা রেজা চাটমোহর উপজেলা মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দলের শৃঙ্খলা প্রতিনিয়ত ভঙ্গ করে দলের সম্মান রক্ষা না করে দলকে প্রশ্ন বিদ্ধ করছে। আপনি নিয়মিত বিভিন্ন প্রকার মাদকসেবন ও বিক্রি করে দলের সম্মান নষ্ট করছেন।

 চাটমোহর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ সভাপতি যিনি দলের একজন নিবেদিত নেতা তাকে আপনি গত ২৩ আগষ্ট পরিকল্পিত ভাবে মারপিট করিয়া দলের শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। 

এ কারণে আপনি দলের যে পদে আছেন সেই পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার আদেশ বলবৎ থাকা অবস্থায় আপনি কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা সহ অংশ গ্রহন করতে পারবেন না। আদেশ অমান্যে আপনাকে চুড়ান্ত ভাবে বহিষ্কার করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি আসমা খন্দকার ডলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। 

তবে আমার উপজেলা সভাপতি আমাকে কিছু না জেনে রহিমাকে বহিস্কার করেছে। বহিস্কার করার পরে তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি।

ঘটনার বিষয়ে জানতে বহিস্কৃত উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা সাথে কথা বলতে চাইলে অপারগতা প্রকাশ করেন।

পাবনায় প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam