সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন বাংলাদেশ জাতিয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করেছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলার ২৩জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, নৃগোষ্ঠি অসচ্ছল ২০টি পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাক এবং ১০ শিক্ষার্থীর প্রতিজনকে ১০ হাজার টাকা বিরতরণ করা হয়। একই সময় উপজেলার ৫টি সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেককে ২০ হাজার টাকা বিতরণ করেন ইউএনও।
উপজেলা সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান এর সঞ্চালনায় চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম (রবি), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজ্জামেল হক, থানা প্রেসক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ (সনি)সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী II