কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ ইবির আহ্বায়ক কমিটি গঠন

২৬ আগষ্ট, মঙ্গলবার – ২০২৫,

ছবি – সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাফিজুর রহমান (হাফিজ) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শান্ত শিশির। কমিটির অন্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এনামুল হক (ইমন), যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ লিমন হোসেন, মোঃ চন্দন আলী, সুলতান মাহমুদ, হুমায়রা কবীর (মহুয়া) ও জান্নাতুল ফেরদাউস (অবন্তি)।

কমিটিতে সদস্য হলেন — মোঃ শাকিব হোসেন, আলী নেওয়াজ শরীফ, মাহমুদুর রহমান সৌরভ, শাহরিয়ার নাফিজ নায়্যান, মোঃ প্রিন্স, তাসনিম হাসান তাপ্তি, মোছাঃ নিশাত আক্তার, তাহসীন খান, হাবিবা সরকার, সাবিত আল ফায়েজ, মোঃ তন্ময় হোসেন, সুমাইয়া সুলতানা বিথি, মোঃ আলিনুর রহমান ও মোঃ শাওন আলী।

নবগঠিত কমিটির সদস্য সচিব শান্ত শিশির বলেন, ‘ক্যাম্পাসের শুরু থেকেই মাথায় আসতো সকল জেলার শিক্ষার্থীরা একসাথে সামাজিক সাংস্কৃতিক কত আয়োজন করে, আমাদের কুষ্টিয়ার এমন কোনো প্ল্যাটফর্ম কেন নেই! সেই চিন্তা থেকেই কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে আমাদের এই পথচলা, আজকে যেটা পূর্ণতা পাচ্ছে। আমার কাছে এটা কোনো কল্যাণ সমিতি নয়, আমি মনে করি এটি আমাদের এক ঐক্য, আমাদের এমন এক সমন্বিত প্ল্যাটফর্ম যা কুষ্টিয়ার শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন করবে। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে আগত সকল শিক্ষার্থীদের জন্য কাজ করবে। বাইরের জেলা হতে আগত শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করবে এবং প্রশাসন চাইলে আমরা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব।’

ইবি প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam