
শুক্রবার , ২২ আগষ্ট ২০২৫,

ছবি – সংগৃহীত,
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় তোফাজ্জল হোসেন পলাশ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন পলাশ খুলনা সদর উপজেলার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশ নিহত হন ও ট্রাকটি চাপা দিয়ে চলে যায়।##
বাগেরহাট প্রতিনিধিঃ-ডব্লিউ জি নিউজ