বাগেরহাটে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার বার, ১৯ আগষ্ট ২০২৫,

ছবি – সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সংগঠনের আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ প্রতিনিয়ত হুমকি-ধমকি ও নির্যাতনের শিকার হচ্ছে। সাংবাদিক অহিদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা প্রমাণ করে সাংবাদিকদের নিরাপত্তা এখন মারাত্মকভাবে হুমকির মুখে। তাঁরা অবিলম্বে গ্রেফতারকৃত আসামিদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এছাড়া বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন রোধে কার্যকর আইন প্রণয়ন এখন সময়ের দাবি। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, নইলে সাংবাদিক সমাজকে আরও কঠোর আন্দোলনে নামতে হবে।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার বিচারের পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam