বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

শুক্রবার,৮ আগষ্ট ২০২৫

ছবি – সংগৃহীত

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে হারিয়েছে তিমুর লেস্তেকে। অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরো ভালো করবে এবং দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন তিনি।


ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam