
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় শুক্রবার (২১ মার্চ) তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটি গাজায় ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত ছিল।
হাসপাতালে হামলা চালানো নিয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে হামলা ছাড়াও গতকাল বুলডোজার চালিয়ে আবাসিক ভবন ও কৃষিজমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এনিয়ে ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব। গতকালও গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে।