সিরিয়ার ভূখণ্ডের বেআইনি দখল নিয়ে এবার ইসরায়েলের বিরুদ্ধে আঙুল তুললো রাশিয়া। ইসরায়েলি বাহিনী সিরিয়ার মোট ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।
গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাবসহ আন্তর্জাতিক আইনি সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন। পশ্চিম জেরুজালেমের অভিযান সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সিরিয়ায় ইসরায়েলের এসব ‘বেআইনি কর্মকাণ্ড’ দেশটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভ্যাসিলি নেবেনজিয়ার।
২০২৪ সালের শেষের দিকে সিরিয়ার শাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গোলান মালভূমি থেকে দেশগুলোর মধ্যে জাতিসংঘ-প্রতিষ্ঠিত বাফার জোন দখলে নিয়েছে নেতানিয়েহুর বাহিনী।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি আরও বলেন, ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণের পাশাপাশি (সিরিয়ার) অনেক অঞ্চলে সহিংসতার ঢেউ বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্ভোগ ও হতাহতের ঘটনা ঘটায়। বেসামরিক অবকাঠামো স্থাপনাগুলোর কার্যক্রমও ব্যাহত করছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।