ইবি আইইউসানস’র‌ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি আইইউসানস’র‌ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব এন‌এস (আইইউসানস)–এর উদ্যোগে ‘নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় টিএসসিসি ১১৬নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও‌ শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী। এছাড়াও‌ উপস্থিত ছিলেন মো. শাহিদ কাউসার, মো. সাইফুল্লাহ আল হাদী, মো. নিয়াজ মাখদুম, মো. ইমরান মাহমুদ ও নাহিদ হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জুবায়ের আহমাদ ও মো. শামীম আহমেদ।

সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘আমরা আইইউসানস–এর সদস্যরা সংগঠনের কার্যক্রমের গতিশীলতা বজায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আর আপনারা এই ধারাবাহিকতা রক্ষার্থে নিজের সর্বোচ্চটুকু দিবেন।‌ আমরা শুধু নাম মাত্র নয়; বরং আইইউসানসের প্রতি ভালোবাসা রেখে এর প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করব।’

ইবি সহ–সমন্বয়ক ও সাবেক আইইউসানস সদস্য নাহিদ হাসান বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম হিসেবে আমাদের সকলের‌ই ইলমে দ্বীন শিক্ষা করা ফরয। তাই সকলের‌ই এই দ্বীন অর্জন থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

তিনি আরো বলেন, ‘একজন মাদ্রাসার ছাত্র হিসেবে সবাইকে ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের মেধার সক্ষমতা অনুযায়ী দুনিয়াবী জ্ঞান অর্জন করতে হবে এবং সমাজের উন্নয়নে কাজ করতে হবে। তা না হলে অবশ্যই আমাদের কেয়ামতের ময়দানে আল্লাহ তায়ালার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।’

প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে মাদ্রাসার শিক্ষার্থীরা খুবই কোনঠাসা অবস্থায় ছিল। মাদ্রাসার ছাত্রদের মাথা তুলে দাঁড়াতে হবে এবং তাদের মেধার বিকাশ ঘটিয়ে সমাজের উন্নয়নের ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, ‘ঝালকাঠি এন‌এস কামিল মাদ্রাসার প্রত্যেকে বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের সবাইকে এক করতে হবে।’

শেয়ার করুন:

Recommended For You