চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭

চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের গলাকাটা মরদেহ ও রক্তাক্ত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৭ জন। এছাড়া গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম ‘এমভি আল-বাখেরা’। নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ‘এমভি আল বাকেরা’ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।

যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি, অন্য কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে জানান চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

তিনি বলেন, এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থা এর মধ্যে আরও দুজন মারা যায়। এছাড়া জুয়েল নামে একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam