আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে রংপুরে পুলিশকে অবাঞ্চিত ঘোষণা

আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে রংপুরে পুলিশকে অবাঞ্চিত ঘোষণা
পুলিশ  আবু সাঈদ হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করা না করলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা।মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন,আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও  মামলার এজাহার ভুক্ত ছাত্রলীগের চুরাশি জনের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেফতার না করলে এই সংগ্রামী ছাত্র জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সকল মহলকে বলে দিতে চাই যে,সেই সকল পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না।রংপুরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষনা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,আজকের এই মানববন্ধন থেকে হুশিয়ারি করে দিতে চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন,ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায়।আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদত দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।
উল্লেখ্য, চার মাসের অধিক সময় পার হয়ে গেলেও আবু সাঈদ হত্যা মামলায় জড়িতদের এখনো আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছে রংপুর পুলিশ প্রশাসন।
তাজহাট থানা ওসি শাহালম সরদার বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই পুলিশ নিয়েছেন। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কোন করার নেই।
রংপুর পিবিআইয়ের এসপি এ বি এম জাকির হোসেন বলেন,আবু সাঈদ হত্যার একমাস পর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে অনেক আসামি দেশ ছেড়ে চলে গেছে। আমাদের চেষ্টার কমতি রাখি নাই। তদন্ত চলছে মনিটরিং সেল গঠন করা হয়েছে, মন্ত্রাণালয়লও বিষয়টি দেখতেছে আর অনেক ডকুমেন্টেশনের কাজ এখনো শেষ হয়নি।

Recommended For You

About the Author: Shafiul Islam