আটঘরিয়ায় ৫০০ কৃষকের মাঝে পেঁয়াজ বীজ সার বিতরণ

আটঘরিয়ায় ৫০০ কৃষকের মাঝে পেঁয়াজ বীজ সার বিতরণ
পাবনার আটঘরিয়া উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় আটঘরিয়া উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পেঁয়াজ ও রাসায়নিক সার বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় পেঁয়াজ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার কৃষিবিদ ড.মো: জামাল উদ্দিন, আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।
উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক গণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

এসময় আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, এউপজেলায় বিনামূল্যে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ও এমওপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam