কুয়েটের পাঁচ শিক্ষক সাময়িক বরখাস্ত

কুয়েটের পাঁচ শিক্ষক সাময়িক বরখাস্ত

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

শাহেদুজ্জামান শেখ জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Recommended For You

About the Author: Shafiul Islam