হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে : ফরিদা আখতার

হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে : ফরিদা আখতার

দেশে ফিরতে চাইলে হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, এমন ধৃষ্টতা দেখায়। তাহলে তাকে দেশে আসতে হবে গণহত্যার আসামি হিসেবে। তাকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

রবিবার বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পিলখানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফরিদা আখতার আরও বলেন, জুলাই-আগস্ট মাসের উত্তাল সময়ে বিজিবির ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

ছাত্র-জনতার বিজয় পরবর্তী সময়ে বিজিবির ভূমিকার অত্যন্ত প্রশংসা করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘গত দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার রোধে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও ভারতে ইলিশ পাচার রোধে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখবে।’

Recommended For You

About the Author: Shafiul Islam