আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের কাছে পাত্তাই পেলো না নিগার সুলতানা জ্যোতির দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

শুরুতে আয়ারল্যান্ডকে লড়াই করার পুঁজে এনে দেন ব্যাটাররা। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে খায় ধাক্কা।

শেষ অবধি তারা পৌঁছাতে পারেনি লক্ষ্যে। হারই সঙ্গী হয় তাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সফরকারীরা। ওই রান তাড়ায় নেমে স্রেফ ৮৭ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় আইরিশ মেয়েরা। ১৮ বলে ১৪ রান করা গ্যাবি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হন।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

আইরিশদের রান মূলত বাড়ান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলেনি। ২৫ বলে ৩২ রান করে ওরলা ও ২৫ বলে ৩৫ রান করে আউট হন লরা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদা।

রান তাড়ায় নেমে ২২ রানে প্রথম চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন শারমিন আক্তার। তাদের জুটি ভাঙার পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।

পরের ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারে তারা। ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। ২১ বলে ২০ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাটে। আয়ারল্যান্ডের হয়ে ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওরলা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিও হারায় সিরিজ হারাতে হয়েছে বাংলাদেশকে।

শেয়ার করুন:

Recommended For You