রাষ্ট্রপতি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর সেটি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভার পর নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।
কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কি না জানতে চাইলে কমিশন প্রধান বলেন, ‘আমরা এগুলো বিবেচনায় নেব। এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব।’
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
এদিন মতবিনিময়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনা, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।