চমেকের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, রুম দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। 

সোমবার (২৮ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই ৭৫ শিক্ষার্থীর শৃঙ্খলা ভঙ্গের ধরনভেদে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বহিষ্কার করা হয়। এছাড়া ১১ শিক্ষার্থী থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এদের মধ্যে ৭ জনকে ২ বছর, ৫৪ জনকে ১ বছর ও বাকি ১৪ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

সর্বশেষ গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে বেঁধে নির্যাতনের অভিযোগে ৭ জনকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে চমেকের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, কিছু শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। এর আগেও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে চমেক এলাকায় সংঘটিত সংঘাতের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, যারা বহিষ্কার হয়েছে তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। যাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। এ কারণে তাদের কয়েকজনকে এর আগে কয়েকবার বহিষ্কার করা হয়েছিল।

 

Recommended For You

About the Author: Shafiul Islam