কুর্দিস্তানে তুরস্কের ভয়াবহ বিমান হামলা, ৩২টি লক্ষ্যবস্তু ধ্বংস

তুরস্কের বিমানবাহিনী সিরিয়া ও ইরাকের কুর্দিস্তানে ঘাঁটি করা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। তুরস্কের একটি রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানিতে হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ করা হয়। এর আগে তুরস্কে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার মাধ্যমে ৩২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে কোন এলাকায় এ হামলা চালানো হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি টিইউএসএএস সামরিক ও বেসামরিক বিমান, ড্রোন, এবং মহাকাশ প্রযুক্তি তৈরি করে।

সেখানে কুর্দি গোষ্ঠীর হামলা এবং তুরস্কের আকাশসীমায় বিস্ফোরক স্থাপনের ঘটনার জবাবে দেশটির বিমানবাহিনী হামলা চালায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, উভয়েই এই হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী গুলের বলেন, ‘আমরা পিকেকের সন্ত্রাসীদের প্রতিবারই তাদের প্রাপ্য শাস্তি দিই, কিন্তু তাদের হুশ ফেরে না। সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে।

 

 

Recommended For You

About the Author: Shafiul Islam