হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। তাকে  হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বাহিনী জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রায় সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করা হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।

এবার তার সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকেও হত্যার কথা জানাল নেতা নিয়াহুর বাহিনী।

সাফিউদ্দিনের মৃত্যুর বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 

শেয়ার করুন:

Recommended For You