যদি ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল: শাওন

প্রয়াত কথাসাহিত্যিক হুয়ায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, গায়িকা মেহের আফরোজ শাওন জানিয়েছেন, ৭ মার্চের পক্ষে কথা বলার জন্য যদি তাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে তিনি দালালই। বুধবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক আইডিতে মেহের আফরোজ শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’

শাওন আরও লেখেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসাবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

৭ মার্চের পক্ষে কথা বলার কারণে ‘দালাল’ উপাধি পেতে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে “দালাল” উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

 

 

Recommended For You

About the Author: Shafiul Islam