হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীদের মিছিল

‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে ঘেরাও কর্মসূচি নিয়ে হাইকোর্ট অভিমুখে যাচ্ছে শিক্ষার্থীদের মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের মিছিলটি ভিসি চত্বরে ফিরে আসে। এরপর দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে যায়।

হাজারের বেশি শিক্ষার্থী মিছিলে রয়েছেন। শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে হাইকোর্টে থাকবেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরাও।

হাইকোর্টের প্রবেশপথে ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

এর আগে সকাল সকাল সাড়ে ১০টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হন।

এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

শেয়ার করুন:

Recommended For You