ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ২১ আগস্ট অনুষ্ঠিত ডিনস কমিটির সভার পর বিভাগের একাডেমিক কমিটিগুলোর মাধ্যমে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

সভায় ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশরাফী সভাপতিত্বে সকল অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের এবং বিভাগের সভাপতিদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Recommended For You

About the Author: Shafiul Islam