লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ দল। শক্তির বিচারে টাইগারদের চেয়ে বেশ এগিয়ে ভারত। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ কঠিন হলেও জয়েই চোখ রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে।

পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচই জিতবো। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’

ভারতের বিপক্ষে চাপ নয়, উপভোগ করার কথা বলেছেন টাইগার অধিনায়ক। শান্ত আরও বলেন, ‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে।’

ভারত সফরের মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন স্বাভাবিকভাবে দলের আত্মবিশ্বাস তুঙ্গে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারতের বিপক্ষে সিরিজের আগেও তাই বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে জোরেশোরে। প্রতিপক্ষ সমর্থক, অধিনায়ক, সাবেক ক্রিকেটারদের সমীহ পাচ্ছে তারা। এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী? চেন্নাইতে বুধবার এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

তিনি বলেন, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব। ’

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। ভারতের বিপক্ষেও বাস্তবতা একই। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবেন শান্তরা? অধিনায়ক বলছেন, অতীত নিয়ে ভাবছেন না তারা।

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই। ’

 

শেয়ার করুন:

Recommended For You