সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্বামীর উপর অভিমান করে ঝরণা বেগম (২০) নামে গৃহবধু আত্মহত্যা করেছেন। সে উপজেলার কৈখালী ইউপির মাদ্রাসা শিক্ষক গোলাম বারীর স্ত্রী।
রবিবার (০৯ সেপ্টেম্বর) রাতে কীটনাশক পান করেন এবং সোমবার সকালে শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন চার বছর পূর্বে গোলাম বারীর সাথে তার বিবাহ হয়। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই দুজনের মধ্যে মনোমালিন্য হত। এসবের ধারাবাহিকতায় রবিবার রাতে ঘরে থাকা কীটনাশক পান করেন ঝরণা বেগম। এ সময় তার স্বামী ঘরে না থাকায় নিজের মাকে কীটনাশক পানের কথা জানান।
পর শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকাল ১১টার দিকে ঝরণা বেগমের মৃত্যু হয়।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঝরণা বেগম কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান বলেন এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।