ফ্রি চিকিৎসাসহ ওষুধ পেল ছাগলনাইয়ার দেড় সহস্রাধিক বন্যার্ত মানুষ

ফ্রি চিকিৎসাসহ ওষুধ পেল ছাগলনাইয়ার দেড় সহস্রাধিক বন্যার্ত মানুষ
শতাব্দীর ভয়াবহ বন্যা কবলিত ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর উদ্যোগে চট্টগ্রামের সনামধন্য পার্কভিউ হসপিটালের সহায়তায় এসএসসি ২০০০ ব্যাচ ছাগলনাইয়া উপজেলার সদস্যদের সার্বিক সহযোগীতায় ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলার বাসার সিটি কমপ্লেক্স এর নীচ তলায় সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত দেড় সহস্রাধিক ব্যক্তিকে চিকিৎসা প্রধান করা হয়।
পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন, হৃদরোগ এর ১৩ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেন। এছাড়া ২০০০ ব্যাচ’র দন্ত চিকিৎসক ফখরুল হাসানেরর নেতৃত্বে সাত জন দাঁতের চিকিৎসা দেন।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ওষুধ প্রদান করা হয়।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এর নির্দেশনায় ম্যানেজার জাহেদুল ইসলাম এবং এসিসট্যান্ট ম্যানেজার নিজাম পাটোয়ারি সার্বিক বিষয় তদারকি করেন।
শেয়ার করুন:

Recommended For You