সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেপে ধরে। গোলের দেখাও পেয়ে যায় তারা। তাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
বদলি হিসেবে মাঠে নামার সাত মিনিটের মাথায় হজম করেন গোল। যার ফলে পিছিয়ে থাকা ভারত অনূর্ধ্ব-২০ দল ফেরে সমতায়।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
কিন্তু ৯০ মিনিট শেষে অবিচ্ছিন্নই থাকে দুই দল। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে দুই পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। বাংলাদেশও তাই ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।নেপালের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ ব্যবধানে।