উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধায় জন্মাষ্টমী উৎসব পালিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধায় জন্মাষ্টমী উৎসব পালিত
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শ্রী কালিবাড়ি মাতৃ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট গাইবান্ধা এর আয়োজনে শহরের  শ্রী শ্রী কালিবাড়ি মাতৃ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এছাড়া হিন্দু নারী-পুরুষেরা উপবাসব্রত পালন অবস্থায়  মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনার আয়োজন করেন।
পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিরতী রন্জন সরকার এর সভাপতিত্বে ও রন্জন সাহার  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জাহিদ হাসান সিদ্দিকী, সন্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য-জাতীয় পরিষদ,বাংলাদেশ পূজা উর্যযাপন পরিষদ সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকশী সূর্য, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এছাড়াও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারী কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার এছাড়া আমান্ত্রিত অতিথি  হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক চঞ্চল  সাহা, বাংলাদেশ পূজা উর্যযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক সুদেব চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন জনাব মানিক সরকার, রাকেস কুমার দে বাপ্পি, অভিজিৎ দাস অভি, সৌমিক বকসি প্রমুখ।
শেয়ার করুন:

Recommended For You