ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয় বলে ডিএমপির এক বার্তায় জানানো হয়।
রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা মেনন ২০০৮ সাল থেকে টানা তিন বার ঢাকা-৮ আসন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচিত হন মেনন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
এরইমধ্যে শেখ হাসিনার সঙ্গে মেননের নামেও মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ জমা পড়েছে তার নামে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনও একই তথ্য জানিয়েছেন।