পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।  

ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুলকারেম ব্যাটালিয়ানের যোদ্ধাদের যুদ্ধ চলছে- হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের এমন মন্তব্য করার পরেই সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কাসেম ব্রিগেডসের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদার বাহিনীর সঙ্গে আমাদের যোদ্ধারা সংঘাত চালিয়ে যাচ্ছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে। ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে ১৪৪ জন।

 

খবর: আল জাজিরা

শেয়ার করুন:

Recommended For You