শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রোববার (১৮ আগস্ট) সকালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ সেবার পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭। দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার একটু পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। তবে কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়। তবে রাশিয়ায় এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

সূত্র: এনডিটিভি 

শেয়ার করুন:

Recommended For You